ক্ষমতার অপব্যবহার করে মিথ্যা তথ্য দিয়ে ১০ কাঠার প্লট নেওয়ার অভিযোগে দুদকের দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেফতার দেখানো আবেদন মঞ্জুর করেছেন আদালত। শুনানিতে আদালতকে তিনি বলেন, আমাকে যদি বলতো যত কষ্টই হোক, সব টাকা পরিশোধ করতাম। রাজউক কর্তৃপক্ষ ইন্টারেস্টের টাকা মওকুফ করেছে। বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়ার আদালতে গ্রেফতার দেখানো শুনানি চলাকালে তিনি এ কথা বলেন। আজ এবিএম খায়রুল হককে আদালতে আনা হয়। এরপর দুদকের পক্ষে অ্যাডভোকেট হাফিজুর রহমান ১০ কাঠার প্লট দুর্নীতির অভিযোগের মামলায় তাকে গ্রেফতার দেখানো বিষয়ে শুনানি করেন। এক পর্যায়ে এবিএম খায়রুল হক আদালতে কিছু বলার অনুমতি চান। তখন তাকে সামনে ডেকে নেন বিচারক। এজলাসের ডায়াসের সামনে এসে তিনি বলেন, সবাই যেভাবে প্লটের জন্য আবেদন...