লিওনেল মেসির বহুল প্রতীক্ষিত ভারত সফর ঘিরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে সমগ্র উপমহাদেশে। আসছে ডিসেম্বরের এই সফরে মেসি অংশ নেবেন কলকাতা, মুম্বাই ও দিল্লির নানা আয়োজনে। এর মধ্যে থাকবে ভাস্কর্য উন্মোচন, ফুটবল কর্মশালা এবং বহুল প্রতীক্ষিত সেলিব্রিটি ম্যাচ। মেসির ভারত সফরের উদ্যোক্তা স্পোর্টস প্রমোটর শতদ্রু দত্ত জানালেন, শুধু ভারত নয়—বাংলাদেশের সমর্থকদের কাছেও এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ হতে পারে। তিনি জানিয়েছেন, “সাকিব অনেক বড় মেসি ফ্যান, আশা করি সাকিব আসবে (ভারতে) ও মেসির সঙ্গে সেলিব্রিটি ম্যাচে অংশ নিবে এবং ওর সঙ্গে দেখা করবে।” বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসান আর্জেন্টিনা ও মেসির দীর্ঘদিনের সমর্থক। সামাজিক যোগাযোগমাধ্যমে বহুবার আর্জেন্টিনার জার্সি গায়ে সাকিবকে দেখা গেছে। ফলে এই সফরে তার উপস্থিতি দুই দেশের ক্রীড়াপ্রেমীদের জন্য বাড়তি আনন্দ বয়ে আনতে পারে। মেসি ১৩ ডিসেম্বর, কলকাতা আসবে...