বুধবার উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপ থেকে এসব পণ্য জব্দ করা হয় বলে জানান বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ। বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন খবর পেয়ে বিজিবি সদস্যরা ইসলামপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে দুই হাজর ৭৫০ কেজি পলিপ্রোপিলিন জব্দ করা হয়; যার আনুমানিক বাজার মূল্য সোয়া দুই কোটি টাকা। উন্নতমানের এসব ‘পলিপ্রোপিলিন’ ভারত থেকে অবৈধভাবে আনা...