সাতছড়ি জাতীয় উদ্যানে বিরল প্রজাতির চারটি মুখপোড়া হনুমান অবমুক্ত করেছে হবিগঞ্জ বন বিভাগ। আজ বুধবার বিবেলে এদের অবমুক্ত করা হয়। বন বিভাগ ধারণা করছে পাচারকারীরা বন থেকে ফাঁদ পেতে এগুলো শিকার করেছিল। পরে সেগুলো উদ্ধার করে ঢাকার সাফারি পার্কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এক মাস শ্রীমঙ্গলের জানকিছড়া রেসকিউ সেন্টারে পরিচর্যার পর সাতছড়িতে অবমুক্ত করা হয় আজ। উদ্ধার হওয়া হনুমানগুলোর মধ্যে দুটি প্রাপ্তবয়স্ক এবং দুটি বাচ্চা। অবমুক্তকরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক জামেল মোহাম্মদ খান, রেঞ্জ কর্মকর্তা মামুনুর রশিদ, এফজি শেখ মিজানুর রহমানসহ বন বিভাগের অন্যান্য সদস্য।এ প্রজাতির হনুমান গাছের কচিপাতা, শাকসবজি, ফলমূল ও ফুল খেয়ে থাকে। তবে বসতবাড়ির কাছাকাছি বসবাস করায় ধীরে ধীরে মানুষের খাবারের প্রতিও অভ্যস্ত হয়ে উঠছে। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ অনুযায়ী মুখপোড়া হনুমান সংরক্ষিত...