সুনামগঞ্জের ছাতকে পুলিশি হেফাজত থেকে আসামি ছিনতাইয়ের ঘটনা নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। এ সময় ছাত্রদল নেতাকর্মীরা ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনিয়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের অভিযোগে মামলা করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে জাউয়াবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ হযরত আলী ফোর্স নিয়ে পূবহাটি গ্রামের নাশকতা মামলার পলাতক আসামি ছাত্রলীগ নেতা মাহতাব আহমদ ওরফে জয়কে আটক করে পুলিশ। এ খবর ছড়িয়ে পড়লে জাউয়াবাজার ডিগ্রি কলেজ শাখার ছাত্রদল সভাপতি আশিকুর রহমানের নেতৃত্বে নেতাকর্মীরা জাউয়াবাজারের মমিন ফার্মেসি থেকে ‘জয়বাংলা’ স্লোগান দিতে দিতে জয়কে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয়। আশিক একই গ্রামের আব্দুল কদ্দুছের ছেলে। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ ঘটনাস্থল ত্যাগ...