১০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০২ পিএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০২ পিএম পুলিশে আওয়ামী সিন্ডিকেটের অন্যতম কর্মকর্তা ও পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলাম এবং তার পরিবারের হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় তদন্তে নেমে হতবাক দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সরকারের একটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। রোহিঙ্গাদের সহায়তার নামে এনজিও খুলে কোটি কোটি টাকা হাতিয়ে নেন তিনি। শুধু তাই নয়, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে উপার্জিত অর্থ আত্মসাত করতে নিজের পরিবার, শ্যালক ও নিকটাত্মীয়দের ব্যাংক হিসাব ব্যবহার করে সেই অর্থ বৈধ করারও চেষ্টা করেছেন। মনিরুল ইসলামের এই সিন্ডিকেটে ছিলেন তার স্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সায়লা ফারজানা, শ্যালক রেজাউল আলম শাহীন, শ্যালকের স্ত্রী সানজিদা খানম টুম্পাসহ ঘনিষ্ঠ আত্মীয়রা। সম্প্রতি সরকারের উচ্চ পর্যায়ে পাঠানো একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে এমন তথ্য...