পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) ও ইরানের মধ্যে পরস্পরবিরোধী বক্তব্য দেখা যাচ্ছে। বুধবার (১০ সেপ্টেম্বর) আইএইএ জানিয়েছে, ‘তেহরানের সব পারমাণবিক স্থাপনায় পরিদর্শকদের প্রবেশাধিকার দেওয়ার জন্য একটি চুক্তি হয়েছে’। তবে এর কিছুক্ষণের মধ্যেই ইরান জানায়, ‘এই চুক্তি পরিদর্শনের নিশ্চয়তা দেয় না’। আইএইএ-এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি জানিয়েছেন, চুক্তি অনুযায়ী ইরানের সমস্ত স্থাপনা পরিদর্শনের সুযোগ দেওয়া হবে। তিনি আরও বলেন, ইরান এখন থেকে একটি স্বাধীন ও ব্যাপক উপায়ে সংস্থার সঙ্গে সহযোগিতা পুনরায় শুরু করবে। তবে এর পরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রাষ্ট্রীয় টিভিতে বলেন, চুক্তিটি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে পরিদর্শকদের প্রবেশাধিকারের নিশ্চয়তা দেয় না। তিনি বলেন, আমি আবারও বলতে চাই— চুক্তিটি বর্তমানে বুশেহর পারমাণবিক স্থাপনা ছাড়া আইএইএ পরিদর্শকদের প্রবেশাধিকার প্রদান করে না। ভবিষ্যতে কীভাবে এই পরিদর্শনগুলো করা হবে, সে বিষয়ে আরও...