ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহিংসতা ছাড়াই অনুষ্ঠিত ভোটে ভিপি (সহ-সভাপতি) পদে প্রতিদ্বন্দ্বিতা করেন রেকর্ডসংখ্যক ৪৪ জন প্রার্থী। তবে ভোটের ফলাফল বলছে, বেশির ভাগ প্রার্থীই শিক্ষার্থীদের সমর্থন আদায় করতে ব্যর্থ হয়েছেন। তিন প্রার্থী পেয়েছেন মাত্র একটি করে ভোট। তারা হলেন— সুজন হোসেন, রাকিবুল হাসান ও রাসেল হক। সবচেয়ে বেশি, ১৪ হাজার ৪২ ভোট পেয়ে ভিপি নির্বাচিত হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান, যিনি পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট। ভিপি পদে ১০ ভোটের নিচে পেয়েছেন ২১ জন প্রার্থী। এদের মধ্যে নাসিম উদ্দিন, সোহানুর রহমান, হাবিবুল্লাহ পেয়েছেন মাত্র ২টি করে ভোট, মুদাব্বীর রহমান, হেলালুর রহমান ও শাহ জামাল সায়েম পেয়েছেন ৩টি করে ভোট। ‘জ্বালাময়ী জালাল’ নামে পরিচিত জালাল আহমেদ, যিনি ভোটের...