বলিভিয়ার মাঠে দলের হারে ভীষণ ক্ষুব্ধ ব্রাজিল ফুটবল কনফেডারেশন প্রধান সামির চাউদ। তবে খেলোয়াড়দের ওপর নয়। তিনি কাঠগড়ায় তুলেছেন বলিভিয়ার পুলিশ, ম্যাচের রেফারি ও বল বয়দের। বাংলাদেশ সময় বুধবার সকালে বলিভিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরেছে ব্রাজিল। শেষ রাউন্ডের এই হারে ২৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থেকে লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই শেষ করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দলটির ইতিহাসে বাছাইয়ে এটাই সবচেয়ে বাজে ফল। আগেই চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করা দলটি কার্লো আনচেলত্তির কোচিংয়ে এই প্রথম কোনো ম্যাচে হারল। তাদের বিপক্ষে এই জয়ে আন্তমহাদেশীয় প্লে-অফে খেলা নিশ্চিত করল বলিভিয়া। তাদের সামনে চতুর্থ ও ১৯৯৪ সালের পর প্রথমবার চূড়ান্ত পর্বে খেলার হাতছানি। ম্যাচ শেষে স্বাগতিক বলিভিয়ার তীব্র সমালোচনা করেন ব্রাজিল ফুটবল প্রধান চাউদ। “আমরা এখানে ফুটবল খেলতে এসেছি; কিন্তু আসার পর থেকে দেখছি,...