মিঠাপুকুরে বাক প্রতিবন্ধি এক নারী (৩২) ধর্ষণের শিকার হওয়ার দেড় মাস অতিবাহিত হবার পরেও পুলিশ ধর্ষককে গ্রেফতার করছেনা। উল্টো পুলিশ আসামীকে খুজে বের করে দিতে বলছে বলে ধর্ষিতার স্বজনদের অভিযোগ। এদিকে ধর্ষক মামলা তুলে নেবার জন্য প্রান নাশের অব্যাহত হুমকিতে বাড়ি ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের ইমাদপুর পশ্চিম পাড়া (গয়েশপুর) গ্রামে। পুলিশ ও স্বজনরা জানিয়েছে মিঠাপুকুর উপজেলার গত ৩১ জুলাই ইমাদপুর পশ্চিম পাড়া (গয়েশপুর) গ্রামে। বাক প্রতিবন্ধি সে কথা বলতে পারেনা বাড়িতে একা পেয়ে এ্কই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে নিপুল মিয়া ওই বাক প্রতিবন্ধি নারীর বাড়িতে গিয়ে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে নিয়ে গিয়ে উপর্যুপরি ধর্সন করে। এ সময় ওই নারী নিজেকে রক্ষা করার চেষ্টা করলে তাকে মারধর করে আহত...