সিকদার গ্রুপের একটি প্রতিষ্ঠানের নামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ১৫০ কোটি ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। মামলায় সিকদার পরিবার ছয় সদস্য, এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম ও তার স্ত্রী, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের কয়েকজন সাবেক পরিচালকসহ ২৬ জনকে আসামি করা হচ্ছে। দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বুধবার সাংবাদিকদের এ তথ্য দিয়েছেন। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে ব্যাংক খাতে দুর্নীতির জন্য আলোচিত এ দুটি গ্রুপসহ কয়েকটি শিল্পগ্রুপের অনিয়ম-দুর্নীতি অনুসন্ধান শুরু করে দুদক। এর ধারাবাহিকতায় ইতোমধ্যে সিকদার ও এস আলমের পরিবারের বিরুদ্ধে কয়েকটি মামলা হয়েছে। অনুসন্ধানের বরাতে দুদক বলছে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে সিকদার পরিবারের বেঙ্গল অ্যান্ড এম সার্ভিসেস নামের কাগুজে একটি প্রতিষ্ঠানের নামে ১৫০ কোটি টাকা ঋণ নিয়ে তা ‘আত্মসাৎ...