ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগের যুক্তরাজ্য সফরে তাকে গ্রেপ্তারের দাবি উঠেছে। লন্ডনে তার সফরের প্রতিবাদে ফিলিস্তিনপন্থি বিভিন্ন সংগঠন, মানবাধিকার কর্মী ও রাজনীতিবিদরা বিক্ষোভ করছেন। হার্জোগ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) যুক্তরাজ্যে পৌঁছেছেন। স্থানীয় সময় বুধবার (১০ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে। ফিলিস্তিনিদের জন্য আন্তর্জাতিক বিচার কেন্দ্র (আইসিজেপি) স্কটল্যান্ড ইয়ার্ডকে চিঠি লিখে হার্জোগের বিরুদ্ধে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ, নির্যাতন ও গণহত্যার অভিযোগে তদন্তের দাবি জানিয়েছে। একই দাবিতে যুক্তরাজ্য-ভিত্তিক এনজিও ফ্রেন্ডস অফ আল-আকসাও পাবলিক প্রসিকিউশন ও অ্যাটর্নি জেনারেলের কাছে আবেদন করেছে। তারা অবিলম্বে হার্জোগের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিরও অনুরোধ করেছে। ফ্রেন্ডস অফ আল-আকসার চেয়ারম্যান ইসমাইল প্যাটেল বলেন, ব্রিটিশ রাজনীতিবিদরা ফিলিস্তিনিদের রক্ষা করতে ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছেন। এখন আদালতের হস্তক্ষেপ করার সুযোগ রয়েছে। হার্জোগের এই সফর এমন এক সময়ে...