নেপাল থেকে গতকাল দেশে ফেরার কথা ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। কিন্তু নেপালের সহিংস পরিস্থিতি শান্ত না হওয়ায় দেশে ফেরা হয়নি জামাল-তপুদের। এখনো হোটেলে আটকে আছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ নেপাল থেকে টিম হোটেলের বর্তমান পরিস্থিতি জানিয়েছেন ডিফেন্ডার তপু বর্মণ। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঠানো এক ভিডিও বার্তায় তপু জানান, বর্তমানে জাতীয় দল সেফ অবস্থায় আছে। আজ অনুশীলনও করেছে জাতীয় দলের ফুটবলাররা। তপু বর্মণ বলেন, ‘আসলে গতকাল যেটা হয়েছিল, হঠাৎ একটা সমস্যা আমার ফেস করি। কিন্তু যেটা আমরা দেখছি, এখন নেপাল খুবই শান্ত আছে। যে টেনশনটা আমাদের ছিল এবং আমাদের পরিবারের ছিল, সবাই পরিবারের সঙ্গে কথা বলেছেন, বুঝিয়েছেন কী সমস্যা ফেস করেছি আর এখন কি অবস্থায় আছি। আমার কাছে মনে হয় যে, এখন আমরা সেভ...