লামা বন বিভাগ একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের কাছে জিম্মি হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। এই চক্রের নামে-বেনামে দেওয়া একের পর এক অভিযোগের কারণে বন বিভাগের দাপ্তরিক ও স্বাভাবিক কার্যক্রম থমকে আছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, বন বিভাগ ও বন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চরম বিব্রতকর অবস্থায় পড়েছে। এর ফলস্বরূপ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে লামা বন বিভাগের ব্যক্তি মালিকানাধীন জোতের কার্যক্রম গত তিন মাস ধরে বন্ধ রাখা হয়েছে। এতে লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলার লক্ষাধিক মানুষ বেকার হয়ে পড়েছে, কারণ ব্যক্তি মালিকানাধীন জোতের চলাচল পাশ ইস্যু করা হচ্ছে না।সংশ্লিষ্ট বন কর্মকর্তারা জানিয়েছেন, জোতের কার্যক্রম বন্ধ থাকায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে পড়লেও তাদের কিছুই করার নেই। স্থানীয় একটি চিহ্নিত চক্র মিথ্যা তথ্য দিয়ে জোতের কার্যক্রমের বিরুদ্ধে অবিরাম অভিযোগ করে চলেছে, যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দপ্তরে লামা...