১০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৬ পিএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৬ পিএম বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের হেউটনগর গ্রামের তালাকপ্রাপ্ত স্বামী রিমনের বিরুদ্ধে প্রাক্তন স্ত্রীর অশ্লীল ছবি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পোস্ট করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী নারী শারমিন ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।প্রাক্তন স্বামী কালেরপাড়া ইউনিয়নের হেউটনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে রিমন(২৪)। অভিযোগ সুত্রে জানা যায়, ০১ বছর পূর্বে বিবাদী-মোঃ রিমন (২৪), (বর্তমান প্রবাসী) পিতা-মোঃ নজরুল ইসলাম, সাং-হেউটনগর, ইউনিয়ন-কালেরপাড়া, থানা-ধুনট, জেলা-বগুড়া' এর সঙ্গে বাদির মুসলিম শরীয়তের বিধান মোতাবেক বিবাহ হয়। এমতাবস্থায় পারিবারিক কলহের জের ধরে বিবাদী-মোছাঃ বিউটী খাতুন (৪৫), স্বামী-মোঃ নজরুল ইসলাম, মোঃ নজরুল ইসলাম (৫০), পিতা-মৃত মাজেম উদ্দিন, মোঃ লিমন (২৬), পিতা-মোঃ নজরুল ইসলাম, সর্ব সাং-হেউটনগর, ইউনিয়ন-কালেরপাড়া, থানা-ধুনট, জেলা-বগুড়া'গণ যোগসাজসে পূর্ব পরিকল্পিত ভাবে তার স্বামীর...