পঞ্চগড়ে নবম শ্রেণির শিক্ষার্থীকে প্রাইভেট সেন্টারে ধর্ষণ করার চেষ্টার অভিযোগে করা মামলায় এক স্কুলশিক্ষককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসুদ পারভেজ আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর জাকির হোসেন কারাদণ্ড দেওয়ার তথ্য জানিয়েছেন। স্পেশাল পাবলিক প্রসিকিউটর জাকির হোসেন বলেন, ‘‘নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ৫ মাসের মধ্যে চাঞ্চল্যকর এই মামলার রায় হলো। আমরা অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি। আদালত তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।’’ এই রায়ে তিনি সন্তোষ প্রকাশ করেন। দণ্ডপ্রাপ্ত স্কুলশিক্ষকের নাম মোস্তাফিজুর রহমান। তিনি পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের...