শেরপুর জেলগেটে আটক আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পালকে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় বুধবার দুপুরে আদালতের মাধ্যমে ফের জেলা কারাগারে পাঠানো হয়েছে। উচ্চ আদালত থেকে ৭ মামলায় জামিনে মুক্তির পর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট চন্দন কুমার পালকে মঙ্গলবার সন্ধ্যায় জেলগেট থেকে আটক করে সদর থানা ও ডিবি পুলিশ। এরপর তাকে শেরপুর সদর থানায় রাখা হয়। শেরপুর কোর্ট পরিদর্শক জিয়াউর রহমান জানান, বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোসহ জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করে চন্দন কুমার পালকে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করে পুলিশ। রাষ্ট্র ও আসামিপক্ষে শোনানি শেষে বিশেষ ক্ষমতা আইনের মামলায় শ্যোন অ্যারেস্ট দেখিয়ে আগামী ১৫ সেপ্টেম্বর সোমবার রিমান্ড শোনানির দিন ধার্য করে তাকে জেলা কারাগারে পাঠানোর...