আরেকটি জেন-জি বিপ্লবের সফল পরিণতি দেখলো বিশ্ব। শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশের পর এবারের মঞ্চ নেপাল। মাত্র দুইদিনের এক ঝড়ে ওলটপালট হয়ে গেল পুরো দেশের শাসন ব্যবস্থা। মন্ত্রী-এমপিদের বাসভবন, সরকারি বিভিন্ন স্থাপনাসহ সংসদ ভবন এলাকায় আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। অপরদিকে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন ১৯ জন ছাত্র। ব্যাপক চাপের মুখে পদত্যাগপত্র লিখে হেলিকপ্টারে উড়ে পালিয়ে গেছেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। গণপিটুনির শিকার হয়েছেন অর্থমন্ত্রী। আতঙ্কে গা-ঢাকা দিয়েছেন সরকারের অন্যান্য মন্ত্রী-এমপিরা। ঠিক যেন বাংলাদেশে গত বছর হয়ে যাওয়া জুলাই অভ্যুত্থানের অবিকল কপি। প্রায় একইরকম ঘটনা ঘটেছে আরও দুই বছর আগে শ্রীলঙ্কায়। খুব সামান্য ইস্যুতে থেকে উদ্ভূত আন্দোলন পরিণত হয়েছে বিশাল ঝড়ে। অনেকেরই এখন প্রশ্ন, এরপর আর কোন দেশে আঘাত হানতে যাচ্ছে এই জেন-জি ঝড়। ইঙ্গিতটা অনেকটা ভারতের দিকে। খোদ ভারতের ক্ষমতাসীন বিজেপির...