চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে ছাত্রদল। এতে উপজেলা শিবিরের সভাপতি আলী হোসেন ও আনোয়ারা কলেজ শিবিরের সভাপতি মিশকাতুল ইসলাম আহত হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় উপজেলা সদর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় শিবির নেতাকর্মীরা আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় আহত মিশকাতুল ইসলাম বাদী হয়ে আনোয়ারা কলেজ ছাত্রদলের পাঁচজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্তরা হলেন, হেটিখাইন গ্রামের আব্দুল বারেকের ছেলে তারেক জিয়া (২৫), ছাতরী ইউনিয়নের মোহাম্মদ শাওন (২২), মোহাম্মদ মাহিন (২৩), মো. সিফাত (২২), পরৈকোড়া ইউনিয়নের মো. জাবেদ (২২)। এতে অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে অভিযুক্ত করা হয়। অভিযোগ সূত্রে জানা যায়, সদর এলাকায় আনোয়ারা কলেজ ছাত্রদল সভাপতি বোরহান উদ্দিন ও ছাত্রদল নেতা জুয়েল ছাত্রশিবিরের দুই নেতার পথরোধ করে...