বগুড়ার আদমদীঘিতে ক্লাস শুরুর আগেই পাঁচ শিক্ষার্থীকে নিয়ে পুকুরের পানিতে ধসে পড়লো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের মেঝে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির কক্ষে ঘটনাটি ঘটে। এতে অল্পের জন্য বেঁচে যায় শিশু শিক্ষার্থীরা। ঘটনার পর ওই কক্ষে পাঠদান বন্ধ করে দিয়েছে উপজেলা শিক্ষা অফিস। এতে ক্ষুব্ধ হন অভিভাবকরা। এজন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অসতর্কতা ও অবহেলাকে দায়ী করেছেন তারা। বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, ছাতিয়ানগ্রাম ইউনিয়নের একটি পুকুরের ওপর বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ করা হয়। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ক্লাস শুরুর আগে শিশু শ্রেণিকক্ষে কয়েকজন শিক্ষার্থী ছিল। হঠাৎ করে কক্ষের মেঝে ধসে পুকুরের পানিতে পড়ে যায়। এ সময় সেখানে থাকা শিশু শিক্ষার্থী হুমায়রা, জিসান ও অলকসহ পাঁচ জন পুকুরে পড়ে...