লাখাইয়ে সার আছে, সার নেই এমন গোলকধাঁধায় কৃষককুল। কৃষি আফিস বলছে, ডিলারের গুদাম সারে ভরা। বিপরীতে ডিলাররা প্রচার করছেন, তাদের গুদামে সারের খরা। কৃষকদের অভিযোগ,গুদামে মজুত রেখে ডিলাররা পার্শ্ববর্তী উপজেলা নাসির নগর ও অষ্টগ্রামে বেশী দামে কালোবাজারে সার বিক্রি করে আমাদের বলছে, সার নেই। তবে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দিলে তাদের কাছেই মিলছে সার। অসাধু সরকারি কর্মকর্তা ও আওয়ামী লীগের দেয়া পুরোনো মোড়লরা এখনও ঘোরাচ্ছেন ছড়ি। আওয়ামী লীগ মতাদর্শের ডিলাররা কৃত্রিম সার সংকট তৈরি করে পরিস্থিতি ঘোলাটে করার খেলায় মেতেছেন। মাঠ পর্যায়ের কোনো কোনো কৃষি কর্মকর্তার অনিয়মের কারণেও সার থেকে বঞ্চিত হচ্ছেন কৃষক। বেশি দামে কালোবাজারে সার বিক্রির অভিযোগও রয়েছে বিস্তর। আমন মৌসুম ঘিরে মাঠ পর্যায়ে সারের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ পাওয়া গেছে। আওয়ামী ঘরানার এক দল ডিলার এ...