বিমান চলাচলে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম কমানো হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) থেকে এই নতুন দাম কার্যকর হচ্ছে। দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় ফ্লাইটের জ্বালানি খরচ কমায় বিমান সংস্থাগুলোর ওপর চাপ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের লিটারপ্রতি দাম ৯৯ টাকা ৬৬ পয়সা থেকে কমিয়ে ৯৬ টাকা ৯ পয়সা করা হয়েছে। আন্তর্জাতিক ফ্লাইটে লিটারপ্রতি দাম ০.৬৫০২ ডলার থেকে কমিয়ে ০.৬৩৩৩ ডলার নির্ধারণ করা হয়েছে। এর আগে, গত আগস্টে জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছিল। তখন অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য লিটারপ্রতি দাম ৯৮ টাকা ২ পয়সা থেকে বেড়ে ৯৯ টাকা ৬৬ পয়সা করা হয়। আন্তর্জাতিক ফ্লাইটে দাম ছিল ০.৬৪০১ ডলার, যা বেড়ে হয়েছিল ০.৬৫০২ ডলার। দীর্ঘদিন ধরে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)...