কিন্তু, অ্যাপলের বর্ণনার বাইরে কোন বিষয়গুলো জানার আছে এইসব গ্যাজেট নিয়ে? ‘এসব পণ্যের মধ্যে রয়েছে আইফোন এয়ারের সূচনা, যা এখন পর্যন্ত সবচেয়ে পাতলা আইফোন। আগের বছরের মতো এবারও নতুন বিভিন্ন ফোনে আরও উন্নত ক্যামেরা, বেশি সময় ধরে চলা ব্যাটারি ও বিভিন্ন দিক থেকে বেশ কিছু আপগ্রেড এনেছে অ্যাপল। মঙ্গলবার উন্মোচিত নতুন এসব ডিভাইসে রয়েছে একেবারে নতুন ‘এ ১৯’ নামের চিপ, যা বিশেষভাবে অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকেন্দ্রিক বিভিন্ন ফিচার চালাতে সাহায্য করবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের পর এটাই ছিল অ্যাপলের প্রথম আইফোন উন্মোচন। বর্তমানে ব্যবসায়িক পণ্য ও প্রতিদিনের ভোক্তা সামগ্রীর ওপর একের পর এক শুল্ক আরোপ করে চলেছেন ট্রাম্প। কিছু বিশ্লেষক ধারণা করেছিলেন, এ কারণে নিজেদের আইফোনের দাম বাড়াতে পারে...