নারায়ণগঞ্জের ফতুল্লায় শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৫ কোটি টাকার বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১২টা থেকে সকাল ৭টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাগলার একটি বিশেষ টিম কুতুবপুর পাগলা বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এসময় সন্দেহজনক একটি ট্রাক তল্লাশি করে প্রায় ৫ কোটি ১৩ লাখ টাকা মূল্যের অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২ হাজার ২৮২ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়। ট্রাকচালককে আটক...