ডাকসু নির্বাচনে ‘তলে তলে আঁতাত’ করে আওয়ামী লীগের সকল ভোট জামায়াতে ইসলামী নিয়েছে বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জামায়াতকে ‘মোনাফেকের দল’ হিসেবে আখ্যায়িত করে তিনি দাবি করেন, দেশে ও দেশের বাইরে বিএনপির বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’ চলছে। বুধবার বিকেলে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে একটি কমিউনিটি সেন্টারে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন তিনি। আগের দিন মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ হয়, যার ফল ঘোষণা করা হয় বুধবার সকালে। এ নির্বাচনে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির অভাবনীয় জয় পেয়েছে। যে সংগঠন অতীতে কখনো প্রকাশ্যে প্যানেল ঘোষণা করতে পারেনি, কেন্দ্রীয় কোনো পদে জয় পায়নি, তারা এবার সম্পাদকীয় ১২টি পদের মধ্যে নয়টিতে বড় জয় পেয়েছে। অপরদিকে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল নব্বইয়ের ডাকসু...