কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি বিমান হামলায় তোলপাড় শুরু হয়েছে ওয়াশিংটনে। যদিও হামলায় সরাসরি জড়িত ছিল ইসরায়েলি সামরিক বাহিনী, কিন্তু এই ঘটনা যুক্তরাষ্ট্রের জন্যও এক বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে এই হামলার সমালোচনা করেছেন, যা এক বিরল ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। সোমবার দুপুরে দোহায় বিস্ফোরণে একটি ভবন ধসে পড়ার খবর আসে। পরে জানা যায়, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো হামাসের নেতাদের লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন সামরিক বাহিনী থেকেই ট্রাম্পকে হামলার বিষয়ে জানানো হয়, কিন্তু তখন আর কিছুই করার সময় ছিল না। ট্রাম্প পরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, “এটি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সিদ্ধান্ত, আমার নয়।” তিনি কাতারকে আমেরিকার ঘনিষ্ঠ বন্ধু ও শক্তিশালী মিত্র হিসেবে উল্লেখ করে বলেন যে, এ ধরনের পদক্ষেপ শান্তি...