হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামে পুকুরের পানিতে ডুবে তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে। নিহতরা হলো- পাঞ্জারাই গ্রামের রতীশ সরকারের ছেলে শ্রাবণ সরকার (৩), জগাই সরকারের ছেলে শুভ সরকার (৪) ও নোয়াগাঁও গ্রামের ব্রজলাল সরকারের মেয়ে অহনা সরকার (৫)। এদের মধ্যে শ্রাবণ ও শুভ চাচাতো ভাই। আর অহনা তাদের ফুফাতো বোন। তারা নবীগঞ্জ পৌর এলাকার জয়নগরে থাকত। স্থানীয়রা জানান, দুপুরে খেলাধুলার সময় এক শিশু পুকুরে পড়ে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে বাকিরাও পানিতে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে তিনজনের লাশ উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সবাইকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।...