সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, গত ১৭ বছর ভোটের অধিকার ছিল না। ভোটের জন্য ছাত্র-জনতা জীবন দিয়েছে; তাই সংস্কারের নামে সময়ক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দিন নতুবা আপনাদেরও হাসিনার মতো পালাতে হবে। বুধবার দিরাই থানা পয়েন্টে দিরাই উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুপুর ২টার দিকে দুই মেয়ে নাজিয়া চৌধুরী ও নাদিয়া চৌধুরীকে নিয়ে মঞ্চে আসেন নাছির চৌধুরী। তিনি বলেন, বিলাসী জীবনযাপন না করে এই এলাকার মানুষকে আপন করে সারাজীবন কাটিয়েছি, দিরাই শাল্লা নিয়ে আমার অনেক স্বপ্ন-প্রত্যাশা, জীবনের শেষ দিন পর্যন্ত দিরাই শাল্লাবাসীর পাশে থাকব। সাবেক সাংসদ নাছির চৌধুরী বলেন, বিগত দিনে ইচ্ছা ও আন্তরিকতা থাকার পরও যারা আমাকে...