লেগুনা যাত্রী জহিরুল ইসলাম বলেন, ‘কাঁচপুর যাবো। বরপা থেকে ৪০ মিনিট হল লেগুনায় চড়েছি। এখনো যাত্রামুড়া পার হতে পারিনি। সড়কে যানজট না থাকলে এ পথ পাড়ি দিতে সর্বোচ্চ ১০ মিনিট লাগতো।’ যাত্রী বাহার উদ্দিন বলেন, ‘দুপুর ২টার দিকে যানজটের সূত্রপাত হয়। তখন আমার বরপা থেকে কাঁচপুর আসতে সময় লেগেছিল দেড়ঘণ্টা। এখন রাত্র সাড়ে ৮টা বাজে, সেই জ্যামই দেখছি। জানি না এখন বাড়ি যেতে কয় ঘণ্টা লাগবে।’ মহাসড়কের পাশের হোটেল মালিক আব্দুল করিম বলেন, ‘মহাসড়কের পাশে আমার দোকান হওয়াতে চব্বিশ ঘণ্টা এখানে থাকি। প্রতিনিয়তই দেখছি এ সড়কে থেমে থেমে যানজট লাগছে। যাত্রী সাধারণ ও পরিবহন শ্রমিকদের নিত্য ভোগান্তি এখানে। এটার কী কোনো প্রতিকার নাই। মেঘালয় পরিবহনের চালক আব্দুল খালেক বলেন, ‘ঢাকা থেকে নরসিংদী...