এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পপি দীর্ঘদিন ধরেই পর্দার বাইরে। বিয়ে করে সংসারী হওয়ার পর ধীরে ধীরে নিজেকে অভিনয় থেকে সরিয়ে নেন তিনি। তবে কয়েক মাস আগে পারিবারিক জমি নিয়ে বিরোধের ঘটনায় থানায় জিডি করলে আবারও আলোচনায় আসেন। সেসময় জানা যায়, সংসার ও সন্তানকে ঘিরেই ব্যস্ত সময় কাটাচ্ছেন এই তারকা। আজ বুধবার পপির জন্মদিন। বিশেষ দিনটি একেবারে ঘরোয়াভাবেই কাটাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। গণমাধ্যমকে পপি বলেন, ‘যখন সিনেমায় নিয়মিত কাজ করেছি, তখন জন্মদিন ছিল উৎসবের মতো। দিনভর মানুষ আসত, ভক্তরা ফোন দিতেন, কেউ কেউ বাসায় কেক-ফুল পাঠাতেন। কখনো কখনো শুটিং সেটেই জন্মদিন উদযাপন করেছি। পপি ফ্যান ক্লাবগুলোও দেশজুড়ে নানা আয়োজন করত। আজকের জন্মদিন ঘরোয়াভাবেই কাটবে। কিছু এতিমখানায় কোরআন খতম ও খাবারের আয়োজন করা হয়েছে।’ এরপর তিনি আরও বলেন, ‘পরিবারের জন্য দায়িত্ব পালন...