এশিয়া কাপ ২০২৫-এ নিজেদের প্রথম ম্যাচে অবশেষে টস ভাগ্য খুলল ভারতের। টানা ১৫টি আন্তর্জাতিক ম্যাচে টস হারার পর এবার টসে জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক সূর্যকুমার যাদব। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ভারতের প্রতিপক্ষ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। তাদের গ্রুপ ‘এ’-তে আরও আছে পাকিস্তান ও ওমান। এটি সূর্যকুমার যাদব ও গৌতম গম্ভীরের নেতৃত্বে ভারতের প্রথম বহুপাক্ষিক টি–টোয়েন্টি টুর্নামেন্ট। বিশ্ব র্যাংকিংয়ে এক নম্বর দল হিসেবে ভারত আসরে স্পষ্ট ফেভারিট। সংযুক্ত আরব আমিরাত সম্প্রতি পাকিস্তান ও আফগানিস্তানকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ খেলেছে, যেখানে কোনো ম্যাচ জিততে পারেনি তারা। তবে আফগানিস্তানের বিপক্ষে একটি ম্যাচে জয়ের কাছাকাছি গিয়েছিল। তাদের সবচেয়ে ভরসার জায়গা ওপেনার ও অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম। গত বছর তারা এসিসি প্রিমিয়ার কাপ জিতে এশিয়া কাপে জায়গা করে নেয়। লালচাঁদ রাজপুতের কোচিংয়ে তারা...