বিশ্বকাপ বাছাইয়ে ইংল্যান্ড জয়রথে থাকলেও কোচ টমাস টুখেলের সমালোচনা হচ্ছিল। সার্বিয়াকে উড়িয়ে দেওয়ার পর সেটা আপাতত বন্ধ। অধিনায়ক হ্যারি কেইন মনে করেন, বিশ্বকাপের জন্য এই ম্যাচ হওয়া উচিত তাদের টেমপ্লেট। সার্বিয়ার মাঠে মঙ্গলবার ‘কে’ গ্রুপের ম্যাচে ৫-০ গোলে জিতেছে ইংল্যান্ড। বিশ্বকাপ বাছাইয়ের একপেশে ম্যাচটিতে একটি করে গোল করেছেন কেইন, ননি মাদুয়েকে, এজরি কোনসা, মার্ক গেয়ি ও মার্কাস র্যাশফোর্ড। বাছাইয়ে আগের চার ম্যাচেই জেতে ইংল্যান্ড। তবে অ্যান্ডোরা, আলবেনিয়া ও লাটভিয়ার বিপক্ষে জয়ের ধরনের জন্য নিজের কৌশল ও দল নির্বাচন নিয়ে কিছুটা সমালোচনার মুখে ছিলেন টুখেল। সার্বিয়ার বিপক্ষে অবশ্য দারুণ ফুটবল খেলেই জয় পায় ইংল্যান্ড। ম্যাচ শেষে ব্রডকাস্টার আইটিভির সঙ্গে আলাপচারিতায় কোচের কৌশলে আস্থা থাকার কথা বললেন অধিনায়ক কেইন। “বাইরে প্রচুর কথা হচ্ছে। তবে যা করছি, তা নিয়ে আমরা খুশি। প্রতিপক্ষের ১১...