জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে দেখা করেছেন ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। বুধবার সকাল ১১টায় বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসায় যান তিনি। হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি কেট ওয়ার্ড তার সঙ্গে ছিলেন। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের ও জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মাহমুদুল হাসান সাক্ষাৎ অনুষ্ঠানে ছিলেন। সাক্ষাতের পর আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘‘হৃদ্যতাপূর্ণ পরিবেশে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। ব্রিটিশ হাই কমিশনার আমিরে...