স্থানীয় কিছু ব্যক্তি অভিযোগ তোলেন যে, বেঞ্চগুলো বিক্রি করা হয়েছে। এ ব্যাপারে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করা হয়। এতে সোনারগাঁও উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে (মামুন) ছয় মাসের জন্য সাময়িক অব্যাহতি প্রদান করেন। শিক্ষক আবদুল্লাহ আল মামুন আরও বলেন, বেঞ্চ দেওয়ার অপরাধে তাকে কারণ দর্শানো নোটিশ করা হয়। অন্য স্কুলকে পরীক্ষার কাজে সহযোগিতার জন্য বেঞ্চ দেওয়ার বিষয়ে ভুল স্বীকার করে কারণ দর্শানো নোটিশে জবাব দেওয়া হয়। এরপরও স্কুল কর্তৃপক্ষ তাকে ক্ষমা না করে শাস্তি দিয়েছেন। এদিকে শিক্ষক মামুনকে অব্যাহতি প্রদানের বিষয়ে দুঃখ প্রকাশ করে নাটাবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বনি আমিন বলেন, তার স্কুলে প্রয়োজনের তুলনায় বেঞ্চ কম। তাই অর্ধবার্ষিকী পরীক্ষা চলাকালে বন্ধু মামুনের স্কুল থেকে পরীক্ষা শেষে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নয় জোড়া বেঞ্চ নিয়েছিলেন। এ কারণে তাকে (মামুন)...