পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত কোম্পানি ইউসুফ ফ্লাওয়ার মিলস লিমিটেডের আর্থিক প্রতিবেদনে অসঙ্গতি ও নিরীক্ষকের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এজন্য কোম্পানিটির ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদনে অসঙ্গতি খতিয়ে দেখতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে সময়ের অজুহাত দেখিয়ে ইউসুফ ফ্লাওয়ার মিলসের আর্থিক প্রতিবেদনে উল্লিখিত মজুদ পণ্য এবং হাতে থাকা নগদ অর্থ শারীরিকভাবে যাচাই না করার ব্যর্থতার জন্য নিরীক্ষক ফেমস অ্যান্ড আর. চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের কাছ থেকে ব্যাখ্যা চাইতে ডিএসইকে নির্দেশ দিয়েছে বিএসইসি।আরো পড়ুন:নিউ লাইন ক্লোথিংয়ের শেয়ার কারসাজি: ১৩ কোটি টাকা জরিমানাকারণ ছাড়াই বাড়ছে দুই কোম্পানির শেয়ার দর নিউ লাইন ক্লোথিংয়ের শেয়ার কারসাজি: ১৩ কোটি টাকা জরিমানা সম্প্রতি ডিএসইকে এ সংক্রান্ত বিষয়ে বিএসইসির চিফ অ্যাকাউন্টেন্ট ডিভিশন থেকে চিঠি পাঠানো হয়েছে বলে...