১০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫২ পিএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫২ পিএম মাদারীপুর জেলার পাঁচটি উপজেলার ভালো মান সম্পন্ন ১৪টি রেস্টুরেন্টকে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষ থেকে এ প্লাস, এ, বি ও সি গ্রেড সম্বলিত স্টিকার প্রদান করা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জেলা নিরাপদ খাদ্য অফিসের হলরুমে জেলার মধ্যে বাছাইকৃত সবচেয়ে ভালো রেস্টুরেন্ট মালিকদের হাতে সম্মানস্বরূপ স্টিকার প্রদান করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। গ্রেড প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক ভারপ্রাপ্ত মো. নুরুজ্জামান মোল্লা, জেলা রেস্টুরেন্ট মালিক কল্যাণ সমিতির সভাপতি ও লবঙ্গ রেস্টুরেন্টের মালিক মো. শরিফুল ইসলাম মাসুদ, সহ-সভাপতি ও ডিলিশিয়াস রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারের মালিক, সাংবাদিক মনজুর হোসেন, সাধারণ সম্পাদক ও স্বপ্নচূড়া রেস্টুরেন্টের মালিক গোলাম রাব্বানি লিপু।...