লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর আওতাধীন কুড়িগ্রামের রামখানা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও দুটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বুধবার (১০ সেপ্টেম্বর) ভোরে বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামখানা বিওপির অধীনে পশ্চিম দিঘীরপাড় সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে বিজিবি’র টহল দল সন্দেহভাজন দুটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে পাচারকারীরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।পরে মোটরসাইকেল তল্লাশি করে বিশেষভাবে লুকানো অবস্থায় ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত ফেন্সিডিলের আনুমানিক বাজার মূল্য ৪০ হাজার টাকা এবং দুটি মোটরসাইকেলের মূল্য প্রায় ৩ লাখ ২০ হাজার টাকা। সবমিলিয়ে জব্দকৃত মালামালের মোট মূল্য দাঁড়ায় ৩ লাখ ৬০ হাজার টাকা।এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি।১৫...