শীর্ষ ক্রীড়াবিদরা এখনও মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা করতে আগ্রহী নন বলে মনে করেন কিলিয়ান এমবাপে। এখান থেকে তাদের বেরিয়ে আসার পরামর্শ দিলেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা। ফরাসি সাময়িকী লেকিপ-এ বুধবার প্রকাশিত দীর্ঘ সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন, ফুটবল ক্যারিয়ারসহ অনেক বিষয় নিয়ে কথা বলেন এমবাপে। সেখানে উঠে আসে চাপ, ব্যর্থতা ও মানসিক স্বাস্থ্যের মতো বিষয়ও। চারবারের ‘ট্যুর ডি ফ্রান্স’ চ্যাম্পিয়ন সাইক্লিস্ট তাদেই পুগাচারের প্রতিযোগিতা চলাকালীন মানসিক যন্ত্রণার কথা স্বীকার করে নেওয়ার প্রসঙ্গে জানতে চাওয়া হলে এমবাপে বলেন, “সমস্যা হলো, লোকেরা এর (মানসিক স্বাস্থ্য) সঙ্গে লড়াই করে। তারা এটা প্রকাশ করতে পারে না।” “যদি তিনি শুরুতেই এটা বলতেন, তাহলে শেষ হয়ে যেতেন। যদি একটি ম্যাচ হারেন এবং বলেন যে আপনি ক্লান্ত, লোকেরা বলবে, আপনি খারাপ খেলেছেন। এমনকি যদি আপনি আগেও এমনটা অনুভব...