বরিশালের বাবুগঞ্জ উপজেলা থেকে এক কিশোরীকে অপহরণ করে সাতক্ষীরায় নিয়ে আটকে রেখে ধর্ষণের অভিযোগে করা মামলায় ভগ্নিপতিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহা. রকিবুল ইসলাম রায় আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান। যাবজ্জীবন দণ্ড পাওয়া মোকলেছুর রহমান সাতক্ষীরা সদর উপজেলার বাইশদা গ্রামের বাসিন্দা। বেঞ্চ সহকারী আজিবর রহমান বলেন, “২০১৬ সালের ১৫ জুন বাবুগঞ্জ উপজেলার একটি গ্রামের ১৪ বছরের এক ছাত্রী স্কুল থেকে বাড়ি ফেরার পথে তাকে তুলে নিয়ে যান মোকলেছুর। পরে ওই কিশোরীকে সাতক্ষীরা নিয়ে ১১ দিন আটকে রেখে ধর্ষণ করা হয়।” তিনি বলেন, এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে তিনজনকে আসামি করে আদালতে মামলা করেন। পরে মামলাটি বাবুগঞ্জ থানাকে তদন্তের নির্দেশ দেয় আদালত।...