কুষ্টিয়ার আলোচিত চাল ব্যবসায়ী আব্দুর রশিদকে জামিন দিয়েছে আাদলত। কুষ্টিয়া আদালত পুলিশের পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, বুধবার দুপুরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোস্তফা পারভেজ অর্থ আত্মসাত মামলায় এবং বিকালে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক বিচারক খায়রুল ইসলাম এনআই অ্যাক্টের আরও ১৯টি পরোয়ানাভুক্ত মামলায় আব্দুর রশিদের জামিন মঞ্জুর করেছেন। আব্দুর রশিদ একজন চালকল মালিক; আছেন বাংলাদেশ মেজর অটো ও হাস্কিং রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি পদেও। কয়েকটি কোম্পানির স্বত্বাধিকারীও তিনি। মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার বটতৈল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে অর্থ আত্মসাত, পাওনাদারকে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ এনে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেছিলেন আকিজ অ্যাসেন্সিয়াল লিমিটেডের সহকারী জেনারেল ম্যানেজার তোফায়েল হোসেন। মামলার এজাহারে বলা হয়েছে, চলতি বছরের ২৬ জুন থেকে অগাস্ট পর্যন্ত দেশের প্রথম সারির শিল্প...