বিশ্ববাজারে শুল্ক আরোপ, উৎপাদন হ্রাস ও পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে বাংলাদেশের সয়াবিন বাজারে চাপ তৈরি হয়েছে। এ পরিস্থিতি সরাসরি প্রভাব ফেলছে দেশের পোলট্রি শিল্প ও খাদ্য নিরাপত্তায়। আমদানি খরচ বৃদ্ধিইউ এস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিল (ইউসেক) এর প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের তুলনায় বাংলাদেশে সয়াবিন ও সয়াবিন মিলের আমদানি খরচ বেড়েছে। বর্তমানে চট্টগ্রাম বন্দরে সয়াবিনের ল্যান্ডেড খরচ প্রতি মেট্রিক টনে ৫১৫–৫১০ ডলার ঘোরাফেরা করছে। অন্যদিকে সয়াবিন মিলের দামও উচ্চ পর্যায়ে থাকায় পশুখাদ্য উৎপাদন খরচ বাড়ছে। পোলট্রি খাতে প্রভাববাংলাদেশের পোলট্রি শিল্প সয়াবিন মিলের দামের ওপর নির্ভরশীল। খাদ্য খরচ বেড়ে যাওয়ায় ব্রয়লার ও ডিম উৎপাদনে খরচ বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, খামার পর্যায়ে ব্রয়লারের দাম কেজি প্রতি প্রায় ১২০-১২৫ টাকা এবং ডিমের দাম ডজনপ্রতি প্রায় ১১২ টাকায় বিক্রি হচ্ছে। দাম স্থিতিশীল রাখার চেষ্টা...