ফরিদপুরের বোয়ালমারীতে গাছ চাপায় মাসুদ শেখ (৪০) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। রাতের আঁধারে রেলওয়ের গাছ চুরি করে কাটতে গিয়ে নিজের কাটা গাছের নিচে পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। বুধবার, (১০ সেপ্টেম্বর ২০২৫) সকালে পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ঘোষপুর ইউনিয়নের ভীমপুর গ্রামের ঘোড়াখালী রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাসুদ শেখ ভিমপুর গ্রামের ইসমাইল শেখের ছেলে। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ঘোড়াখালী রেলগেট এলাকায় রেলওয়ের বিভিন্ন গাছ রাতের আঁধারে চোরচক্র কেটে নিয়ে যাচ্ছে। এসবের পেছনে বড় একটি চক্র জড়িত রয়েছে, যারা শ্রমিকদের ব্যবহার করে অপকর্ম চালাচ্ছে। নিহত মাসুদ শেখ ঘটনার রাতে রাস্তার পাশে রেলওয়ের গাছ চুরি করতে যায়। এ সময় গাছের গোড়া কিছু অংশ কেটে প্রায় ৪০...