নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে সেনাবাহিনীর সঙ্গে আলোচনার জন্য জেন-জি বিক্ষোভকারীদের প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়েছে। বুধবার সন্ধ্যায় টানা ছয় ঘণ্টার বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেন বিক্ষোভকারীরা। নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধান বিচারপতি সুশীলা কার্কি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্য পরিচিত। ২০১৬ সালের ১১ জুলাই দায়িত্ব নেন তিনি। উচ্চপর্যায়ের একাধিক দুর্নীতিবিরোধী মামলার রায় দিয়েছিলেন তিনি। ২০১৭ সালে তাকে অভিশংসনের উদ্যোগ নেওয়া হলেও জনমত ও বিচার বিভাগীয় চাপের মুখে তা প্রত্যাহার হয়। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে কার্কি বলেছিলেন, সরকারকে পদত্যাগ করতে হবে। এই নেতারা মান্দাতা আমলের, তাদের কোনও দৃষ্টিভঙ্গি নেই। হয়তো সনদ আছে, কিন্তু তারা শিক্ষিত নন। আমি আজ থেকে এই আন্দোলনকে সমর্থন করছি। কারণ এরা আমাদের সন্তানদের হত্যা করেছে। ১৯ জনের মৃত্যু হয়েছে। ভেবে দেখুন তাদের মা–বাবার অবস্থা কেমন ।...