যশোরের বেনাপোলে মাকে মেরে ৭ম শ্রেনীর এক ছাত্রীকে স্কুলের সামনে থেকে অস্ত্র ঠেকিয়ে ফিল্ম স্টাইলে অপহরণ করেছে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২টার সময় বেনাপোল কাগমারি কিন্ডার গার্ডেন স্কুলের সামনে। এ ঘটনায় অপহরণকারী দূর্বৃত্তদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় অভিযোগ হলেও অপহৃত ঐ ছাত্রীকে উদ্ধার করতে পারেনি পোর্ট থানা পুলিশ। অভিযোগে জানা গেছে, শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার কাগমারী গ্রামের জাহিদ হোসেনের মেয়ে জাকিয়া পারভীন (১৫) একই গ্রামের কাগমারী কিন্ডার গার্ডেন স্কুলের ৭ম শ্রেনীতে লেখাপড়া করে। পরীক্ষা শেষে জাকিয়ার মা শিখা খাতুন স্কুল থেকে মেয়েকে নিয়ে বাড়িতে ফিরছিল। এমন সময় বেনাপোল দিঘীরপাড় গ্রামের সেলিম হোসেনের ছেলে সুমন হোসেন (২২), তার বন্ধু কাগমারী গ্রামের হাবুর ছেলে জিসান (২২) ও ভবেরবেড় গ্রামের নাইমুরসহ (২৬) আরও ১০/১২জন দূর্বৃত্ত ৪/৫টি মোটরসাইকেল ও একটি...