১০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৫ পিএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৫ পিএম এশিয়া কাপে তিনবার ফাইনালে খেললেও একবারও ট্রফি ছুঁয়ে দেখা হয়নি বাংলাদেশের। এবারের আসরে সেই আক্ষেপ ঘোচাতে মরিয়া টাইগাররা। অভিযানের শুরুতে অপেক্ষাকৃত দূর্বল প্রতিপক্ষ পেয়েছে দলটি। প্রতিযোগিতার ১৭তম আসরে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং। আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায়। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত একবারই মুখোমুখি হয়েছে দুই দল। ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে চট্টগ্রামে অনুষ্ঠিত ম্যাচে হংকংয়ের কাছে ২ উইকেটে হেরেছিল বাংলাদেশ। তবে এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে কাল ফেভারিট হিসেবে খেলতে নামবে টাইগাররা। ঘরের মাঠে দুর্বল হংকংয়ের কাছে হেরে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিল বাংলাদেশ। এরপর অবশ্য বাংলাদেশের ক্রিকেটে ব্যাপক পরিবর্তন এসেছে। ওয়ানডে ক্রিকেটে দুর্দান্ত দলে পরিণত হয়েছে বাংলাদেশ। কিন্তু টি-টোয়েন্টিতে নিজেদের মেলে...