লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বাস টার্মিনাল এলাকার একটি সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগ ওঠার পর এক বিএনপি নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাঁর নাম হুমায়ুন কবির। তিনি রায়পুর পৌর বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন। মঙ্গলবার রাত ১১টার দিকে রায়পুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর ই আলম স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। এর আগে গত সোমবার রায়পুর সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগ তুলে হুমায়ুন কবিরকে মারধর করেন চালক-শ্রমিকেরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে। এদিকে স্ট্যান্ডে চাঁদা দাবির প্রতিবাদে মঙ্গলবার দুপুরে রায়পুর শহরে বিক্ষোভ করেন সিএনজি চালক ও শ্রমিকেরা। দলের পাঠানো চিঠিতে হুমায়ুন কবিরকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা তিন দিনের মধ্যে জানাতে বলা হয়। এতে বলা হয়, হুমায়ুনের বিরুদ্ধে সোমবার দলীয়...