১০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৮ পিএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৮ পিএম গোপালগঞ্জে ট্রাকের চাপায় প্রেমানন্দ হালদার (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ শহরতলীর চেচানিয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রেমানন্দ কোটালীপাড়া উপজেলার ভেন্নাবাড়ি গ্রামে। তিনি পরিবারের সাথে দুই বছর ধরে গোপালগঞ্জ শহরের নিচুপাড়া লোহার ব্রীজ এলাকায় ভাড়া থাকতেন। প্রেমানন্দের স্বজন জিতু জানান, দুই দিন আগে চেয়ানিয়াকান্দি এলাকায় ছেলের শশুরবাড়িতে বেড়াতে যায় প্রেমানন্দ। বুধবার বিকেলে সেখান থেকে হেটে বাসায় ফিরছিলেন তিনি। ঢাকা-খুলনা মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নেপালের পর ভারতেও কি শুরু হতে যাচ্ছে সরকার পতনের আন্দোলন? শাহরাস্তিতে...