১০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৫ পিএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৫ পিএম কিশোরগঞ্জের কুলিয়ারচরে রেললাইনের পাশে গাছের সঙ্গে পা লাগানো অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার ছয়সূতী ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় (ভৈরব-ময়মনসিংহ) রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবকের বয়স আনুমানিক ২৪ বছর বলে জানা গেছে। স্থানীয়রা জানান, সকালে রেললাইনের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হয়। পরে কুলিয়ারচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশের প্রাথমিক ধারণা, গত মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত কোনো এক সময়ে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ওই যুবকের মৃত্যু হতে পারে। তার নাক-মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল এবং শরীরের কয়েক জায়গায় চামড়া ছিলে যাওয়ার চিহ্ন...