১০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৫ পিএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৫ পিএম বিশ্ববিখ্যাত সঙ্গীতজ্ঞ সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর স্মৃতি সংরক্ষণে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে নির্মিত হতে যাচ্ছে ‘আলাউদ্দিন খাঁ স্মৃতি কমপ্লেক্স’। এ লক্ষ্যে আজ সংস্কৃতি মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল সুরসম্রাটের জন্মভূমি শিবপুর পরিদর্শন করেছে।১৮৬২ সালে জন্ম নেওয়া এবং ১৯৭২ সালে ভারতের মাইহারে মৃত্যুবরণ করা এই কিংবদন্তি সরোদশিল্পী প্রায় ২০০ বাদ্যযন্ত্র বাজাতে পারদর্শী ছিলেন। তাঁর স্মৃতিকে প্রজন্মের কাছে তুলে ধরতে কমপ্লেক্সে থাকবে স্মৃতি জাদুঘর, কালচারাল সেন্টার ও অতিথিশালা।স্মৃতি জাদুঘরে স্থান পাবে সুরসম্রাটের দুর্লভ ছবি, বাজানো বাদ্যযন্ত্রের রেপ্লিকা, জীবনীভিত্তিক বই, ডকুমেন্টারি ও সংবাদপত্রের কাটিং। থাকবে তাঁর পরিবার ও বংশধরদের তথ্য, মুক্তিযুদ্ধকালীন ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর দলিল এবং তাঁর উদ্ভাবিত রাগ-রাগিনী। দ্বিতীয় তলায় স্থাপিত হবে কালচারাল সেন্টার, যেখানে শাস্ত্রীয় সংগীত ও বাদ্যযন্ত্র...