ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মোট ২৮টি পদের ২৩টিতেই জিতেছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। ভূমিধস বিজয় পাওয়ায় ডাকসুর নির্বাচিত নেতৃবৃন্দের কাছে ১০টি প্রত্যাশার কথা জানিয়েছেন আলোচিত সুপ্রিমকোর্টের আইনজীবী শিশির মনির। নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী উল্লেখ করে বুধবার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন শিশির মনির। সেখানে তিনি ১০টি প্রত্যাশার কথা তুলে ধরেন। প্রত্যাশাগুলো হলো- ১. নেতা হিসেবে আচরণ করবেন না। ছোট ভাই-বড় ভাই-বন্ধু-ছাত্র-ছাত্রী হিসেবে আচরণ করবেন। ২. নিয়মিত ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো ফলাফল অব্যাহত রাখবেন। ৩. কেবলমাত্র নিজের নামে বরাদ্দকৃত সিটেই বসবাস করবেন। যে দিন সিট থাকবে না সেদিনই হল ছেড়ে চলে যাবেন। ৪. নিয়মিত লাইব্রেরিতে পড়াশোনা করতে যাবেন। রিসার্চ করবেন। সেমিনার-সিম্পোজিয়ামে নতুন নতুন আইডিয়া নিয়ে আলোচনা করবেন। Intellectual Superiority অর্জন করার চেষ্টা করবেন।...